বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫

কুয়াকাটার অপরূপ সৌন্দর্য...


কুয়াকাটা বাংলাদেশের একটি সুন্দরতম ও বিষ্ময়কর স্থান। এখানে বাংলাদেশে সর্বপ্রথম সুর্যাস্ত ও সূর্যোদয় দেখা যায়। এটি বাংলাদেশের বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় অবস্থিত। কিছুটা সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান। গ্রীষ্মের ছুটিকে উপভোগ করার জন্য হাজার হাজার দর্শনার্থী আসেন এখানে। ছুটে আসেন প্রাণের টানে নৈসর্গিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য।
গোধুলী লগ্নে সুমুদ্রের নীল পানির মাঝে যেন হারিয়ে যায় এক রক্তিম লাল সুর্য । এ যেন ¯্রষ্টার এক অপরুপ লীলা। সুর্য ডুবে যায় সেই নীল অজানায়, ভরে ওঠে এক নিকোষ কালো অন্ধকারে, একটু পরেই রাতের আধারে ফুঁটে ওঠে ফুটফুটে একফালি চাঁদ। সাগরের নীল পানি যেন চিকচিক করে ওঠে চোখের কোণে। সেদিক থেকে যেন চোখ ফেরানো যায়না। আকাশের কোনে উকি দেয় ছোট ছোট তারা গুলি। সাগরের ঢেউগুলো বাতাসের আলিঙ্গনে দদুল্যমান। কোথা থেকে যেন ফির ফিরে বাতাস এসে শরীরকে নিস্তেজ করে দিতে চায়। মনে হয়, হারিয়ে যাই ঐ দূর নীলিমায়। মনের কোনে উকি দেয় প্রাকতির এক দুর্লভ ভালোবাসা। যে ভালবাসার কোন অন্ত নেই, নেই কোন সীমানা, নেই কোন ধরাবাঁধা। রাত যত গভীর হয় সাগরের ছল ছল শব্দ আর ফির ফিরে বাতাসের অপরুপ এক আলিঙ্গনে জীবনের সর্বশ্রেষ্ট শান্তি যেন কুয়াকাটার মাটিতে বর্ষিত হতে থাকে। অপার করুণায় যেন ¯্রষ্টা তৈরি করেছেন এই স্থানটিকে। 
বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার খেতে-খেতে আকাশ ও সাগর যেখানে গিয়ে মিশেছে ঠিক সেখানেটিতে তাকিয়ে থাকলে আর চোখ ফেরাতেই ইচ্ছে করে না। মনে হয়, যদি থেকে যেতে পারতাম অনন্ত জীবন এই অপরূপ সুন্দর্যের মাঝে। যেখানে প্রকৃতির এই অপরূপ মহিমায় মহিমান্বিত হয়ে উঠেছে পৃথিবীর আলো বাতাস। ওহ সে এক অপরূপ সুন্দার্য! রাত শেষে আবার সুবিহ সাদিকের একটু পর সেই সাগরের বুক থেকে ভেসে ওঠে গাড় লাল রঙের একটি গোলাকার থালা। মনে হয়, যে সাগর এই রক্তিম লাল সুর্যকে গ্রাস করেছিল, সেই সাগরই আবার গাড় লাল সুর্যকে উগ্রে দিচ্ছে। ধরণী আবার ধীরে-ধীরে আলোকিত হতে থাকে। মহান রাব্বুল আলামিনের এক অসীম নেয়ামত। ধরণীর বুকে এক বাধাহীন রহস্যময় খেলা।
পড়ন্ত বিকেলে সমুদ্র সৈকতে ফুটবল খেলা এক দারুন অনুভুতির সৃষ্টি করে। সাগরের ঢেউয়ে ভেষে যাওয়া, সাগরের পানিতে খেলা করা কতই না আনান্দের। এখানে না আসলে সেটি কোন ভাবেই বুঝা যাবে না। নিজেকে মনে হয় আমি যদি আবার সেই শৈশবে ফিরে যেতে পারতাম!!! ওহ কত শান্তি কত সুখ। সারাটা দিন যদি পানির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে পারতাম!!! এটাই প্রকৃতি এটাই প্রকৃতির সৌন্দর্য। বিকেল গড়িয়ে আসে গোধুলী আর গোধুলী থেকে প্রভাত। ঠিক এভাবেই চলতে থাকে সাগরের সাথে সুর্যের এক মিলন ও বিরহের অন্তহীন পরিক্রমা।

অবশেষে এই হল কুয়াকাটার। এক প্রাকৃতিক সৌন্দর্য। যেটি কিনা বিশ্বের আর কোথাও পাওয়া যাবে না। পাওয়া যাবে না কোটি টাকার বিনিময়েও। তাই এই নৈসর্গিক সৌন্দর্য চির স্মরনীয় হয়ে থাক আমাদের এই ছোট্ট হৃদয়ে। সারাটি জীবন দোলা দিতে থাকবে সুন্দর এক অনুভুতি। ফেরার পথে বার বার যেন হাতছানি হাতছানি দেয় ঐ সাগর, তার ঢেউ আর পড়ন্ত বিকেলের স্মৃতিগুলো। তবুও যে সবকিছু ফেলে মানুষকে বাধাহীন ভাবে চলতেই হবে এ ধরাতে আপন গতিতে ...

২টি মন্তব্য :